ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় দন্ডপ্রাপ্ত ৩ শীর্ষ জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় রফিকুল ইসলাম রফিক (৩৫) নামে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে সোমবার রাতে ভালুকা উপজেলার নিশাইগঞ্জের গ্রামের বাড়ি থেকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।

সূত্র জানায়, ১০-১২ দিন আগে ভালুকা উপজেলার পূর্ব ভালুকা গ্রাম থেকে রিপন নামের এক ট্রাকমালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তার দেয়া স্বীকারোক্তি অনুসারে ইসমত আলীর ছেলে ট্রাকচালক রফিকুল ইসলামকে আটক করা হয়।

উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল ৭টার দিকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জেএমবির মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান, রাকিব হাসান ও সালাউদ্দিনকে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজনভ্যানে গুলি করে তাদের ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের গুলিতে প্রিজনভ্যানে থাকা পুলিশ সদস্য আতিক ঘটনাস্থলেই নিহত ও দুই পুলিশ সদস্য আহত হন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, জেএমবি ছিনতাইয়ের এ লোমহর্ষক ঘটনায় একটি ট্রাক দিয়ে ওই প্রিজন ভ্যানকে গতিরোধ করা হয়। মূলত ওই ট্রাকের চালকের হদিস করতেই সোমবার রাতে রফিকুল ইসলামকে আটক করা হয়।

(এসআইএস/অ/জুন ১০, ২০১৪)