সালথায় মাছের পোনা অবমুক্তকরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ২০১৬/১৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ফরিদপুরের সালথায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি বাওড়ে ৪শ’ ২১ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্য অফিসার মোঃ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, জেলা সহকারী পরিচালক মোঃ মহিউজ্জামান, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন গিয়াস, আওয়ামী লীগ নেতা মহব্বাত মাতুব্বার, হেমায়েত মাতুব্বার প্রমুখ।
(এএনএইচ/এএস/আগস্ট ২২, ২০১৬)