সালথা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুর জেলার সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দিয়াপাড়া গ্রামের ছলিম মাতুব্বারের বাড়ি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর আগেই ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ছলিম মাতুব্বার, সোনা মাতুব্বার ও কাসেম মাতুব্বার দাবি করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সাহায্য বিতরণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।







(এএনএইচ/এস/আগস্ট ২০, ২০১৬)