স্টাফ রিপোর্টার :বিএনপির নতুন জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরে যাবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সব সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






(ওএস/এএস/আগস্ট ২০, ২০১৬)