কাশিয়ানীতে ১১ যুবদল কর্মী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুবদলের কমিটি বালিতের দাবিতে বিক্ষোভ মিছিল করার অপরাধে ১১ যুবদল কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তারা উপজেলা শহরের বিক্ষোভ মিছিল বের করে।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. লৎফর রহমান জানিয়েছেন, গত ৭ জুন জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক কাশিয়ানী উপজেলা কমিটি গঠন করে তা অনুমোদন করেন। এ কমিটি বালিতের দাবীতে যুবদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে টায়ারে আগুন জ্বালিয়ে বাজার এলাকায় সড়ক অবরোধ করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে ওই স্থান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- অসিম (১৮), গোলাম রসুল (১৮), নাসিমউদ্দিন (১৮), ইরান শেখ (২৪),সুজন (২১),অমি (২৪),জাকির শেখ (২৮),হাসান মাহমুদ (৩১), নিজাম (২১),সুমন (১৮) ও রানা (২৫)। আইন-শৃংখলার অবনতির আশংকায় তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান মিল্টন পকেট কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম পকেট কমিটি করেছেন। তিনি এ কমিটির বাতিলের দাবী জানিয়েছেন।
(এমএইচএম/এএস/জুন ১০, ২০১৪)