স্টাফ রিপোর্টার :রাজধানীর বাড্ডা এলাকায় ইসলামীয়া এন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়ে থানা জামায়াতের আমিরসহ ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে বাড্ডার মেরুল এলাকার ডিআইটি প্রজেক্টে অবস্থিত এই স্কুলে পুলিশ অভিযান চালায়।

বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, সকালে ওই স্কুলে জামায়াতের নেতাকর্মীদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। খবর পেয়ে ওই স্কুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাড্ডা থানার জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহ রয়েছেন।


(ওএস/এস/১৯ আগস্ট, ২০১৬ )