ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল শুরু
ময়মনসিংহ প্রতিনিধি : টঙ্গীতে গাড়িচাপায় স্কুল ছাত্রী নিহত হওয়ার খবরকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্ররা। পরে বেলা ২টায় ওই রুটে যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে রাস্তা পারাপারের সময় টঙ্গী সফিউদ্দিন সরকার কিন্ডাগার্টেনের এক ছাত্রী গাড়ি চাপায় নিহত হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহসড়ক অবরোধ করে। এ সময় তারা একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
সূত্র অারও জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ছাত্রী নিহতের বিষয়টি এখনো স্পষ্ট নয়।
(ওএস/এটিআর/জুন ১০, ২০১৪)