লালমনিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালী
লালমনিরহাট প্রতিনিধি :‘জঙ্গিবাদ নিপাত যাক’ এই শ্লোগানে লালমনিরহাটে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে লালমনিরহাট পুলিশের সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের নের্তৃত্বে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে র্যালী বের হয়ে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্ত্বর ঘুরে স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘জঙ্গিবাদ ইসলামের শত্রু’, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসী জাগো’, ‘জঙ্গিবাদের কবর হবে বাংলাদেশের মাটিতে’, ‘বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দাঁড়াও’, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত’, ‘ধর ধর জঙ্গি ধর, বাংলাদেশ পাপমুক্ত কর’, ‘জেগে উঠুন আপন শক্তিতে, যোগ দিন জঙ্গি মুক্তিতে’ সহ বিভিন্ন ধরনের জঙ্গিবাদ বিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। জঙ্গিবাদ বিরোধী শ্লেগানে মুখরিত হয়ে ওঠে চারদিক।
র্যালীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, সহকারী পুলিশ সুপার লিজা বেগম, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরেন্দ্র নাথ বর্মা প্রমুখ।
(জেআই/এস/আগস্ট১৭,২০১৬)