লালমনিরহাটে আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
লালমনিরহাট প্রতিনিধি : এসিআই বীজ কোম্পানীর জেলা মার্কেটিং কর্মকর্তা আলমগীর হোসেনের উপর হামলা ও টাকা কেড়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাট মিশনমোড় চত্বরে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন লালমনিরহাট জেলা বীজ ও কীটনাশক অফির্সাস এ্যাসোসিয়েশনের নেতারা।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ‘৭২ ঘন্টার মধ্যে আসামী গফুর মোল্লা ও মিন্টু মোল্লাকে গ্রেফতার করা না হলে সবধরনের বীজ ও কীটনাশক সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
লালমনিরহাট জেলা বীজ ও কীটনাশক অফির্সাস এ্যাসোসিয়েশনের সভাপতি মিমফিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেনেটিকা কীটনাশক কোম্পানীর তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও আলফা এগ্রো কীটনাশক কোম্পানীর জেলা মার্কেটিং কর্মকর্তা কবির হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অটো ক্রপ কেয়ার কীটনাশক কোম্পানীর জেলা মার্কেটিং কর্মকর্তা রায়হান কবীর প্রমুখ।
(জেআইএস/এএস/আগস্ট ১৬, ২০১৬)