শাহজালালে ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শনিবার দিবাগত রাত দুইটায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, ভারতীয় নাগরিক রাজা মোহাম্মদ কুয়ালালামপুর থেকে এমএইচ ০১৯৬ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটায় কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে রাজার বহন করা তিনটি ব্যাগ শনাক্ত ও জব্দ করা হয়।
ব্যাগের মধ্যে আমদানি নিষিদ্ধ কোরিয়ার তৈরি ইজি ব্র্যান্ডের ২০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার শলাকার ৪৫০ কার্টন সিগারেট পাওয়া যায়।
যাত্রী রাজা মোহাম্মদ আমদানি নিষিদ্ধ সিগারেট চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৬)