লালমনিরহাটে শিবির সভাপতি গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি সোহেব আহম্মেদকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ। লালমনিরহাট সদর ও পাটগ্রাম থানায় পৃথক দুই নাশকতা মামলায় সোহেব আহম্মেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবিনীশংকর বলেন, গ্রেফতারকৃত সোহেব আহম্মেদ নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
(জেআইএস/এএস/আগস্ট ১৩, ২০১৬)