কুড়িগ্রামে শ্বাসনালিতে মার্বেল আটকে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শ্বাসনালিতে মার্বেল আটকে আব্দুল জোবায়ের (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোবায়ের শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালে খেলার ছলে জোবায়ের একটি মার্বেল মুখে দেয়। হঠাৎ মার্বেলটি গলায় ঢুকে আটক যায়। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ওএস/এএস/আগস্ট ০৮, ২০১৬)