জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে বিভিন্ন ইউনিয়নের তিনটি গ্রামের ২০৩টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, একই গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মাহিন হোসেন (১০) ও আমিনুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (৯)।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে উপজেলার সোনাপাড়া গ্রামে বিভিন্ন ইউনিয়নের তিনটি গ্রামের ২০৩টি পরিবারের মাঝে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।
দুপুরে জুমার নামাজের সময় হলে অতিথিসহ সকলে মঞ্চ ছেড়ে মসজিদে যায়। এসময় স্থানীয় শিশুরা খেলতে গিয়ে মঞ্চের নিচে বিদ্যুতের খোলা তারে প্রথমে মাহিন জড়িয়ে পড়ে। উদ্ধারের জন্য অপর শিশু সোহাগ তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুইটির অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৬)