প্রবীণ রাজনীতিক আমানউল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-১১ ভালুকা আসনের প্রাক্তন সংসদ সদস্য ও উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি আলহাজ আমানউল্লাহ চৌধুরীর নামাজে জানাজা আজ সোমবার বেলা ৩টায় ভালুকা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন কবরস্থানে তার বাবা-মার কবরের পাশে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রাক্তন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, গফরগাঁওয়ের প্রাক্তন সাংসদ ফজলুর রহমান সুলতান প্রমুখ শরিক হন।
উল্লেখ্য, প্রাক্তন সংসদ সদস্য আলহাজ আমানউল্লাহ চৌধুরী গত শনিবার মধ্যরাতে ঢাকার স্কয়ার হাসপাতালে ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।
(ওএস/এস/জুন ০৯, ২০১৪)