স্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জঙ্গি মামলায় প্রশিকিউশন (রাষ্ট্রপক্ষ) থেকে বিচার বিভাগকে অসহযোগিতা করা হলে জেলা প্রশাসকরা এ বিষয়ে তাৎক্ষণিক সহায়তা চাইলে আইন মন্ত্রণালয়ের সেল সহযোগিতা করবে।

শুক্রবার সচিবালয়ে ডিসি সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের যে একটা সমস্যা এই জঙ্গিবাদ, সেটার ব্যাপারে বৈঠকে আইন মন্ত্রণালয়ের একটা সেলের কথা বলেছি। তারা যদি মনে করেন যে প্রশিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমত সহায়তা করা হচ্ছে না, তাহলে জেলার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডিসিরা তাৎক্ষণিকভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।’

প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। সেটা বাস্তবায়নে ডিসিরা যেন সজাগ থাকেন। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই চেষ্টায় আমাদের সকলের শরিক হতে হবে।

সরকারি সম্পদ রক্ষায় অ্যাটর্নি সার্ভিস আইনের ব্যাপারে মন্ত্রী বলেন, এ বিষয়ে আজকে কিছু বলিনি, শুক্রবার, সময় সংক্ষিপ্ত তাই বলা হয়নি। তবে অ্যাটর্নি সার্ভসের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। একবারেই কিন্তু আমরা সম্পূর্ণ অ্যাটর্নি সার্ভিস করতে পারবো না। এটা পর্যায়ক্রমে করতে হবে।

(ওএস/এএস/জুলাই ২৯, ২০১৬)