ময়মনসিংহ প্রতিনিধি : গুম, খুন ও হত্যার প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ ১৯ দল। জেলা ১৯ দলের আহ্বায়ক এ.কে.এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিদ্যাময়ী স্কুলের সামন থেকে ঘুরে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এ.কে.এম মোশাররফ হোসেন, এফসিএ, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল করীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলী। শহর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী শহিদুল্লাহ কায়ছার, সদর দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মানিক মিয়া, শহর জামায়তের কর্ম-পরিষদ সদস্য আল হেলাল তালুকদার প্রমুখ।

এদিকে গুম, খুন ও জুলুম নির্যাতনের প্রতিবাদে শহর ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মোহিম মিজানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, বাকৃবির ছাত্রশিবিরের সভাপতি সালমান বিন রহমান, দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারী সজল কোরায়েসী, উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারী মাহবুবুর রহমান, বাকৃবি ছাত্রশিবিরের সেক্রেটারী মনজুর মোরশেদ প্রমুখ।

(এমডি/অ/জুন ০৯, ২০১৪)