গোপালগঞ্জে মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৃহবধু স্বপ্না রানীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কোটালীপাড়া উপজেলার বানিয়ারী গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
আজ সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে নিহত গৃহবধূর পরিবারের সদস্যসহ বানিয়ারী গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তরা গৃহবধূ স্বপ্না রানীর হত্যাকারী স্বামী ও শ্বশুর-শাশুড়ীকে অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবী জানিয়েছেন।
প্রসঙ্গত, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় স্বপ্না রানীর উপর স্বামী ও শ্বশুর বাড়ীর সদস্যরা নির্যাতন চালিয়ে আসছিল। গত ১জুন নির্যাতনের এক পর্যায়ে স্বপ্না রানী গুরুতর আহত হলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহত গৃহবধূ স্বপ্না রানীর মা রেনুকা রানী রায় বাদী হয়ে কোটালীপাড়া থানায় গৃহবধূর স্বামীসহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
(এমএইচএম/অ/জুন ০৯, ২০১৪)