আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে দুই দফায় বিস্ফোরণ ঘটেছে। এতে অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন লোক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার কাবুলের দেহমাজাং সার্কেলের কাছে এ বিস্ফোরণ ঘটে। ওই সার্কেলের কাছে বিদ্যুৎ সরবরাহ লাইন বদলের দাবিতে বিক্ষোভ সমাবেশটি করছিলো সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের হাজারো মানুষ।

কাবুলের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ফ্রাইদুন ওবাইদি বলেন, বিস্ফোরণের ধরন তৎক্ষণাৎ জানা যায়নি।

তবে সংবাদমাধ্যম জানায়, তিনজন এই হামলায় অংশ নেয়। এরমধ্যে একজন সমাবেশের মাঝখানে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। একজন নিহত হয় পুলিশের গুলিতে।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৬)