স্টাফ রিপোর্টার : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী কোনো শক্তির সঙ্গে আপস বা চুক্তি হতে পারে না। স্বাধীনতাবিরোধী শক্তিই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঐক্যের কথা বলেছেন, সেই ঐক্যই জাতিকে রক্ষা করবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর আইডিইবি ভবনে `সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধে পেশাজীবী- প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুলশান ট্রাজেডি প্রমাণ করে জামায়াত-শিবিরের কায়দায় সেখানকার হত্যাকাণ্ড চালানো হয়েছে। কারণ আইএস-অাল কায়েদা যেভাবে মানুষ হত্যা করে এখানে সেভাবে হত্যা করা হয়নি। অান্দোলনের নামে এর অাগে জামায়াত-শিবির যেভাবে মানুষ হত্যা করেছে, তার সঙ্গে এখানকার হত্যাকাণ্ডের মিল রয়েছে। জঙ্গিবাদ এখন আর ছোট কোনো বিষয় নয়। তাই আর ঘরে বসে থাকার সুযোগ নেই, যা করবার তা এখনই করতে হবে।

আইডিইবি সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান অালমগীর।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৬)