আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা ধর্মঘট ডাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
সোমবার ও রবিবার এ বন্দর দিয়ে কোনো আমদানি-রফতানি হয়নি বলে জানিয়েছেন আখাউড়া বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল।
তিনি বলেন, আগরতলা বন্দরে ট্রাক পার্কিং- এ ৫ হাজার ভারতীয় রুপি জরিমানা করার প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে আগরতলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।
আগরতলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে মনির হোসেন বাবুল জানান, ট্রাক পার্কিং এর জটিলতা অবসান নিয়ে রবিবার বিকেল ৫টায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আগারতলা স্থলবন্দর কর্তৃপক্ষের বৈঠক হয়।
সভায় আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দর বন্ধ থাকায় অর্ধশতাধিক মালবাহী ট্রাক আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে আছে।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে করে ব্যবসায়ীদের পণ্য নষ্ট হচ্ছে।
(ওএস/এইচআর/জুন ০৯, ২০১৪)