বি.বাড়িয়ায় বিদ্যুৎ বিভ্রাট, বাড়ছে চুরি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন এলাকার জনগণ চরম বিদ্যুৎ বিভ্রাটের শিকার। প্রতিদিন গড়ে ৭-৮ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। বিভিন্ন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, জরুরি তথ্য সরবরাহ, আদালত, পুলিশসহ সরকারি বেসরকারি সকল বিভাগের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এরকম পরিস্থিতির জন্য সচেতন নাগরিকেরা ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎ বিতরণ বিভাগকেই দায়ী করছেন।
স্থানীয়দের অভিযোগ, সারাদিন বিদ্যুৎ না থাকলেও অতিরিক্ত বিল দিতে হচ্ছে। আবার যে কোনো কাজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে, তারা অর্থের বিনিময়ে কাজ করে। সরকারি কাজের জন্যও এলাকাবাসী চাঁদা তুলে তাদেরকে টাকা দিতে হয়।
সদরের এক মুদি ব্যবসায়ী জানান, প্রকৌশল বিভাগের অনেকে কর্মকর্তা কর্মচারী ১৫-২০ বছর ধরে এখানে কর্মরত আছেন। এতে বিদ্যুৎ বিভাগে দুর্নীতি বাড়ছে। কাজের প্রতি অবহেলাও আছে। তারা অবৈধভাবে অর্থ উপার্জন করছেন।
তিনি বলেন, নিম্নমানের বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ট্রান্সফরমারসহ বিভিন্ন উপকরণ দিয়ে কাজ চালাচ্ছেন তারা। এতে বার বার সংযোগ বিছিন্ন হয়। এতে গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। আর প্রতিবার ঠিক করতে আসলেই তাদেরকে টাকা দিতে হচ্ছে। বিভিন্ন উপায়ে তারা টাকা দাবি করে। ট্রান্সফরমার পরিবর্তনের জন্যও গ্রাহকদের কাছ থেকে টাকা নেয় তারা।
স্থানীয়রা জানান, অনুমোদনবিহীন অর্ধশতাধিক ইজিবাইকের ব্যাটারি চার্জারের গোপন আস্তানা রয়েছে পৌর এলাকার বিভিন্ন স্থানে। এরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে ঘুষ দিয়ে টিকে আছে। এসব কারখানা থেকে বিদ্যুৎ বিল নেওয়া হয় না। এভাবে প্রতিদিন প্রচুর বিদ্যুৎ চুরি হয়ে যাচ্ছে।
শহরের ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, বি.বাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগে শুধুই দুর্নীতি আর অনিয়ম। এখানে বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে অবৈধ লেনদেনের সাহায্যে অনেকেই বিদ্যুৎ চুরি করছে। আর বিদ্যুতের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে বৈধ গ্রাহকদের। এমন চলতে থাকলে মানুষ যে কোন সময় রাস্তায় নেমে আসবে। আন্দোলন করবে স্থানীয়রা।
বি.বাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান বলেন, সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাট বাড়ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাওয়া না যাওয়ায় কিছু এলাকায় লোডশেডিং করতে হচ্ছে। কোথাও কোথাও লাইনের সমস্যা আর টান্সফার্মারগুলো বিকল হওয়ায় এমন হচ্ছে।
(ওএস/এস/জুন ০৮, ২০১৪)