গুলশানের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
নিউজ ডেস্ক :বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। টুইটারের এক খুদে বার্তায় তিনি জানান, সন্ত্রাসবাদ আরো একবার মানুষের হৃদয়ে ভয়ের আঘাত হানলো। এবার টার্গেট ঢাকা।
তিনি আরো বলেন, পৃথিবীর সবাইকে একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হতে হবে। মুসলিম হিসেবে আমরা সবাই সন্ত্রাসবাদের সাথে যুক্ত মানুষদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি।
সন্ত্রাসবাদের কোন ধর্ম নেই। নেই কোন জাতি। সন্ত্রাসীরা কখনই মুসলিম নয় এবং মুসলিম বিশ্বে তাদের কোন স্থান নেই। এ সময় বাংলাদেশি মানুষের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।
(ওএস/এস/জুলাই০৩,২০১৬)