আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের ফাল্লুজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বুধবার ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২৫০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত ও জঙ্গিদের ব্যবহৃত ৪০টি গাড়ি ধ্বংস হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দেয়া এই পরিসংখ্যান সঠিক হলে এটি হবে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। নামপ্রকাশ না করার শর্তে কর্মকর্তারা অভিযানের বর্ণনা দিয়ে ক্ষয়ক্ষতির হিসাবকে প্রাথমিক এবং পরিবর্তনযোগ্য বলে জানিয়েছেন।

ফাল্লুজার দক্ষিণাংশে চালানো বিমান হামলায় সেখানকার বেসামরিক নাগরিকেরা বাস্তুচ্যুত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান নতুন গতি পেয়েছে। এরই মধ্যে ফাল্লুজায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে জয় ঘোষণা করেছে ইরাক সরকার।


(ওএস/এস/জুন৩০,২০১৬)