বন বিভাগের ৪৭৫০টি গাছ বিনষ্ট করায় ৪১জনের বিরুদ্ধে মামলা
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের বনের জমিতে লাগানো ৪হাজার ৭৫০টি চারা গাছ বিনষ্ট করার অভিযোগে ৪১জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মধ্যে ১৯জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা রয়েছেন ২২জন।
বন বিভাগের দিনাজপুরের নবাবগঞ্জের হরিপুর বিটের বিট কর্মকর্তা আব্দুল মান্নান রবিবার ওই মামলা দায়ের করেছেন। সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, হরিপুর বিটের অধীন বড় রঘুনাথপুর মৌজায় ৯ একর ৩৮ শতাংশ সংরক্ষিত বনের জমি দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখলে নিয়ে এলাকার একটি মহল ভোগদখল করে আসছিল। কিন্তু কিছুদিন পূর্বে বন বিভাগরে দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ ও চরকাই রেঞ্জের রেঞ্জার গাজী মনিরুজ্জামানের নেতৃত্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ওই জমিতে ৪হাজার ৭৫০টি আকাশমনি গাছের চারা সৃজন করা হয়। কিন্তু মামলার অভিযুক্তরা প্রকাশ্য দিবালোকে সৃজনকৃত গাছের চারা উপড়ে ফেলে বিনষ্ট করে দেয়। এতে বন বিভাগের ৮০হাজার ৭৫০টাকা ক্ষতি হয়েছে। তবে এ পর্যন্ত পুলিশ কাউকেই আটক করতে পারেনি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলার এজাহারভূক্ত আসামীদেরকে আটকের চেষ্টা চলছে।
(এসিজিএ/পি/জুন ২৬, ২০১৬)