নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বনগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে মামুন হোসেন নামে এক ব্যাক্তির পুকুরে মাছ লুট ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামুন বাদি হয়ে রবিবার একই গ্রামের ৬ জনসহ মোট ৭ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বনগাঁ গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মামুন হোসেন তার বাড়ির পার্শে একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু হঠাৎ করেই পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুরে একই গ্রামের আফছার আলীর ছেলে আইজুল হক, মংলার ছেলে রেন্টু, আফজালের ছেলে শিবলু, এ্যাকত আলীর ছেলে আল-আমিন, আজিজুল হকের ছেলে শাকিল ও সুমন এবং উপজেলার দুবলহাটি গ্রামের জান মোহাম্মদের ছেলে শামীম হোসেন ওই পুকুরে জাল নামিয়ে মাছ মারা শুরু করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামুন তাদের মাছ মারতে বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলাকারীরা। এক পর্যায়ে গ্রামের মুরব্বিরা এসে বাধা দিলে পরিস্তিতি নিয়ন্ত্রনে আসে।

কিন্তু ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে দুবলহাটী বাজারে অবস্থিত মামুন হোসেনের মুদি দোকানে আবারও হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ওই দোকান ঘর ভাংচুর দোকানের ক্যাশবাক্স থেকে ৫০ হাজার টাকা, একটি এ্যান্ড্রোয়েড ফোন লুট করে। এতে ওই দোকানের প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়।

ঘটনার সময় চিৎকার শুরু করলে বনগাঁ গ্রামের আফছার আলীর ছেলে হারুন, দুদু শেখের ছেলে ইমরান আলী, ফজল হোসেনের ছেলে এমদাদুল এবং ময়েজ উদ্দিনের ছেলে এমদাদুল এসে পরিস্থিতি শান্ত করে।




(বিএম/এস/জুন২৬,২০১৬)