নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকালে নওগাঁর মান্দায় ১শ’ গ্রাম হেরোইন ও ২৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার দেলুয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের পুত্র ফয়জুল ইসলাম(৩০) ও গাইহানা গ্রামের লজিবুল্লাহের পুত্র আবর আলী(৩৫)। এসময় আনিছুর রহমান (৫০) নামে এক সেবনকারীকে আটক করা হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। দুপুরে আটককৃতদের প্রত্যেকের ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সবুজ চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক হুমায়ুন কবীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ি ফয়জুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ি ফয়জুল ও আরব আলীসহ সেবনকারী আনিছুরকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও এক শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সাইফুর রহমান খান এ রায় প্রদান করেন।

(বিএম/পি/জুন ২৪, ২০১৬)