নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেড়ে হয়েছে ৭০ বছর ৯ মাস। যা গত বছর ছিলো ৭০ বছর ৭ মাস।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পরুষের গড় আয়ু ৭৯ বছর ৪ মাস এবং নারীদের ৭৪ বছর। দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমাটারে ১ হাজার ৭৭ জন। গত বছরের রিপোর্ট অনুযায়ী যা ছিল ১ হাজার ৬৩ জন।

(ওএস/এএস/জুন ২২, ২০১৬)