চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সীমান্তের ওপারে ভারতীয় অংশে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। বিএসএফের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁদের নাম-পরিচয় এবং তাঁরা বাংলাদেশি কি না, তিনি তা জানাতে পারেননি।
আজ সোমবার ভোররাতে উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর পিলারের ওপারে ভারতের অনুরাধাপুর সীমান্তের ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, এ ব্যাপারে আজ সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে বিএসএফ দাবি করেছে, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ওই দুই ব্যক্তি ভারতের ভেতরে ঢুকে বিএসএফের ওপর হামলা চালান। বিএসএফ তখন গুলি ছোড়ে। এতে দুজন নিহত হয়েছেন।
স্থানীয় একটি সূত্র দাবি করেছে, নিহত দুজন হলেন গোমস্তাপুর উপজেলার বেকপুর গ্রামের শাজাহান আলী (৩২) ও চাড়ালডাঙ্গার জগদুল হক (৩৪)।
বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিহত দুজনের নাম-পরিচয় জানতে পারেনি বিজিবি। বিএসএফ লাশ দুটি ওই দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মালদায় পাঠানো হয়েছে।
(ওএস/এএস/জুন ২০, ২০১৬)