হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাঙ্গর এলাকায় যাত্রীবাহী ইমা গাড়ি (হিউম্যান হলার) উল্টে হাসনা বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। হবিগঞ্জ-ইকরাম আঞ্চলিক সড়কে শনিবার দুপুর সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

হাসনা বেগম বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামের দেওয়ান মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি ইমা গাড়ি বানিয়াচং উপজেলার ইকরাম এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে সাঙ্গর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে যাত্রী হাসনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী সড়ক দুর্ঘটনায় নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এটিআর/জুন ০৭, ২০১৪)