নব-নির্বাচিত নেতৃবৃন্দের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের হেলাল-মতিন পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শনিবার দুপুরে নব নির্বাচিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রমের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত অংশ নেন। এসময় মহাসচিব এমদাদ হোসেন মতিন, ভাইস-চেয়ারম্যান এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুর রহমান, মহাসচিব (অর্থ) মো. শাহ আলম, মহাসচিব (কল্যান) মো. আলাউদ্দিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এমএইচএম/এএস/জুন ০৭, ২০১৪)