চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিপুরে কনিকা ঘোষ (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় এক বখাটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ স্কুলছাত্রী।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার ঘাতক আবদুল মালেককে আটক করেছে পুলিশ।

আহতরা হল- তানজিমা খাতুন (১৭), তারিন খাতুন (১৪), মরিয়ম (১৪)। অপর একজনের নাম জানা যায়নি।

এদের মধ্যে তানজিমা ও তারিনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। হতহতরা সবাই স্থানীয় মহিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থীরা মহিপুর উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সকাল ৯টার দিকে তারা পড়া শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।




(ওএস/এস/মে২৭,২০১৬)