প্রতিকূল আবহাওয়ায় রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল
স্টাফ রিপোর্টার :প্রতিকূল আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চট্টগ্রাম সফর বাতিল হয়েছে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা ছিল।
বুধবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। সকাল নয়টার দিকে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। সেখানে রাত্রিযাপনের পর বুধবার আউটার স্টেডিয়ামে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। প্রতিকূল আবহাওয়ার কারণে সফর পিছিয়ে বুধবার সকালে যাত্রাসূচি ঠিক করা হলেও সেটি বাতিল হলো।
(ওএস/এস/মে২৫,২০১৬)