গুলিস্তান-সোনারগাঁও রুটে চালু হলো নতুন এসি বাস
স্টাফ রিপোর্টার : গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও পর্যন্ত চালু হলো ৩০টি নতুন এসি বাস। বোরাক পরিবহন এ রুটে এখন নিয়মিত যাত্রীসেবা দেবে।
শুক্রবার বেলা ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শুরুতে যেভাবে জাঁকজমকভাবে বাস চালু হয় শেষে সেবা থাকে না। নতুন বাসটি সেবা ঠিক রাখবে বলে আশা করি।
এ রুটে বাসের চাহিদা ছিলো। নতুন বাসসেবা চালুর মাধ্যমে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ-সোনারগাঁও যেতে এখন যাত্রীরা শীতাতপ নিয়ন্ত্রিত সেবা উপভোগ করতে পারবেন।
(ওএস/এএস/মে ২০, ২০১৬)