স্টাফ রিপোর্টার : এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা উত্তোলনকালে রাজধানীতে চীনা নাগরিক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আটককৃতের নাম এখনো নিশ্চিত হওয়া যায় নি।

পুলিশ, র‌্যাব ও ব্যাংক সংশ্লিষ্টদের সহযোগীতায় বুধবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার প্রাইম ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলনের সময় তাকে আটক করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীন জানান, ব্যাংক কর্মকর্তাদের সহযোগীতায় ওই চীনা নাগরিককে বুথ থেকে টাকা উত্তোলনের সময় হাতে নাতে আটক করা হয়েছে। নিউ মার্কেট থানার ওসি ইয়াসির আরাফাতও বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তবে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন জানান, ব্যাংক কর্তৃপক্ষ সকালে বিষয়টি তাদের জানালে একটি টিম গিয়ে উৎ পেতে থাকে। পরে ব্যাংক কর্তৃপক্ষের সহযোগীতায় ওই চীনা নাগরিককে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত চীনা নাগরিক হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। তাকে র‌্যাব-২ হেফাজতে নেয়া হচ্ছে। আর কারো সঙ্গে তার যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)