ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৬৫) খুন হয়েছেন। তিনি পাইথল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার শহীদনগর এলাকা থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের আব্দুল মজিদ গত বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার বিকলে বাড়ির পাশে একটি ক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মাহফুজ বাদী হয়ে দুপুরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

(এসআইএস/জেএ/জুন ০৬, ২০১৪)