গৌরীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ময়মনসিংহ(গৌরীপুর) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ৪নং শাগঞ্জ ক্লাস্টার ও স্বজন সমাবেশের উদ্যোগে র্যালী, বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাছের চারা বিতরণ করেন ইউএনও দূর-রে-শাহওয়াজ।
মাওহা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের সভাপতিত্বে এসডিএফের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ আঞ্চলিক অফিসের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার(ডিপিএম) কাজল চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন লিটন মিয়া। বক্তব্য রাখেন ক্লাস্টার টিম লিডার আমিনুল ইসলাম, ক্লাস্টার ফেসিলেটেটর মোঃ কামরুল ইসলাম, মোঃ জোবেদুল ইসলাম, মোঃ আমান উল্লাহ, মোঃ মোন্তা হাসান বিল্লাহ, মোঃ মোশাররফ হোসেন, আঃ রহিম, মোঃ নাজমুল ইসলাম, নার্গিস সুলতানা, মোছাঃ রাহেলা খাতুন। পরে খলদবাড়ি হাইস্কুল মাঠে বৃক্ষরোপন ও সদস্যদের মাঝে ১০০০ বনজ, ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনার সভাপতিত্বে ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর’ শ্লোগানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আজগর আলী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপপ্রকৌশলী শওকত জামিল, ইউএনও’র সিএ আব্দুছ ছালাম, খাদ্য নিয়ন্ত্রক অফিসের আব্দুল কাদের। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পাভেল, এমদাদুল হক মিলন, সেলিম আল রাজ, স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন প্রমুখ।
(এসআইএম/অ/জুন ০৫, ২০১৪)