ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষে এক শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল পূর্ব গ্রামে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত তাছলিমার বয়স মাত্র ৭ বছর। এতে আরও ২০ জন আহত হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে এই সংঘর্ষ বাধে।
তাছলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আহতদেরকে নাসিরনগর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধরমণ্ডল পূর্ব গ্রামের মো. বাছির মিয়ার ভাতিজা মো. শাজাহান মিয়া গত ২ মাস আগে তাদের প্রতিবেশী আহাম্মদ আলীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। গ্রাম্য শালীসের মাধ্যমে এর সমাধান হলেও দুই পক্ষের মাঝে বিরোধ রয়ে যায়।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে বাছিরের পক্ষের লোকজন ও আহাম্মেদ আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। এ সময় উভয় পক্ষই বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে।
এক পর্যায়ে আহম্মেদ আলীর বাড়ির মারফত আলীর মেয়ে তাছলিমা বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে বাছির মিয়ার বাড়ির লোকজন তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাসির নগর থানার দারোগা মো. আকরাম হোসেন জানান, তাছলিমার লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
(ওএস/এস/জুন ০৫, ২০১৪)