ফুলবাড়ীয়ায় হেলিকপ্টারে চড়ে বর-কনের আগমন
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ার প্রত্যন্ত একটি গ্রাম বেতবাড়ী। উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ। বুধবার বিকেল পৌনে পাঁচটায় বেতবাড়ীর আকাশে উড়ছে হেলিকপ্টার। ভবানীপুর বেতবাড়ী থানার পাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার অবতরণের পর কানাডা প্রাবাসী বর খলিলুর রহমানের হাতধরে নেমে এলো ডাক্তার কনে হাবিবা শামিম সুলতানা।
বর ও কনে হেলিকপ্টারে আসবে এখবরে আশপাশ গ্রামের হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায় মুহুর্তের মধ্যেই।
বুধবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেতবাড়ী গ্রামের আব্দুল মুন্নাফ সরকারের বড় পুত্র কানাডা প্রাবাসী খলিলুর রহমান ঢাকা ধানমন্ডির শমসের আলীর কন্যা ডাক্তার হাবিবা শামিম সুলতানার জমকালো বিয়ের অনুষ্ঠান হয় উত্তরা ৪ নং সেক্টরে একটি চাইনিজ রেষ্টুরেন্টে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বর তার স্ত্রীকে হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রামের ভবানীপুর বেতবাড়ীতে নিয়ে আসেন।
(এসইএস/এএস/জুন ০৫, ২০১৪)