হবিগঞ্জে অস্ত্র উদ্ধারে ২ মামলা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার গভীর অরণ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় দুইটি মামলা দায়ের করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সামিউল ইসলাম বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হক। তিনি বলেন, অস্ত্র আইনে একটি এবং বিস্ফোরক আইনে অপর মামলাটি দায়ের করা হয়েছে। দুই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
সাতছড়ির গভীর অরণ্যের সাতটি বাংকার থেকে র্যাব রোববার থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে চারটি মেশিনগান, একটি রকেট লঞ্চার ও ২২২টি রকেটসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।
(ওএস/এএস/জুন ০৪, ২০১৪)