হবিগঞ্জে একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে একই রশিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে।
উপজেলার লষ্করপুরের কাপাই চা বাগানে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- কাপাই চা বাগানের শ্রমিক জহুর লাল মুণ্ডা (২৪) ও তার স্ত্রী একই বাগানের শ্রমিক সুমী ভৌমিক (১৮)।
স্থানীয়রা জানায়, কাপাই চা বাগানের শ্রমিক জহুর লাল মুণ্ডা গত তিন মাস আগে একই বাগানের শ্রমিক সুমি ভৌমিককে ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল।
বুধবার বিকেলে জহুর লাল মুণ্ডা ও সুমী ভৌমিক তাদের বাড়ির আড়ার (তীরের) সঙ্গে একই রশিতে ঝুলে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে।
(ওএস/এএস/জুন ০৪, ২০১৪)