বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলা কমান্ডে সামসুল আলম ও ইউসুফ আলী হাং পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন।

উপজেলা সমাজসেবা অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. শাহজাদা মিয়া জানান, বুধবার পৌর সদরের বাউফল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে উপজেলা কমান্ডার পদে শামসুল আলম মিয়া ২০৫ ভোট ও ডেপুটি কমান্ডার পদে ইউসুফ আলী হাং ১৮৭ ভোট পেয়ে ঘোড়া মার্কা নিয়ে পূর্ণ-প্যানেলে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে হাতিমার্কা প্যানেলের কমান্ডার পদে আবুল কালাম খান ৮৭ ও ডেপুটি কমান্ডার পদে কুতুবুল আলম ৬৫ ভোট পেয়েছেন।

এর আগে একই প্যানেলের সহকারী কমান্ডার পদে ৩ জন ও কার্যকরী সদস্য পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ৪০২ ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে দু’টি ভোট বাতিল বলে গন্য হয়।


(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)