নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় অলোকা রাণী হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় লোহাগড়া উপজেলার সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন।

এসময় সকলে মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে। মানববন্ধন চলাকালে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাষ চন্দ্র কুন্ডু , প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী ফয়েজ আহম্মেদ বিশ্বাস, খাজা নাজিমউদ্দিন, খান সাহাবুদ্দিন সহ আরো অনেকে।

বক্তারা অলোকা রাণীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার বিচার দাবি করে বলেন, এলাকায় প্রভাবশালী ও দুবৃত্তদের কালোহাত থেকে রক্ষা পেতে ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী করে। সেই সাথে হত্যার এঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বক্তরা। মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলীপি পেশ করেন।

উল্লেখ্য গত ৮ এপ্রিল নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহার বাড়িতে ডাকাতিকালে বাঁধা দেয়ায় ওই শিক্ষক ও তার স্ত্রী অলোকা রাণীকে কুপিয়ে গুরুতর জখম করে। আশংখ্যাজনক অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১০টায় তিনি মারা যান। মারা যাওয়ার খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থী সহ সকলে এ মানববন্ধন করে।

(টিএআর/এএস/এপ্রিল ১২, ২০১৬)