স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির কাউন্সিলে দাওয়াত না পাওয়ায় যাইনি। আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

বিএনপির সম্মেলনে না যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘দাওয়াত পাইনি। এখনো দাওয়াত পাইনি।’

উল্লেখ্য, গত ১৬ মার্চ বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলটির সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।

(ওএস/এএস/মার্চ ১৯, ২০১৬)