পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি :বরগুনার পাথরঘাটা উপজেলায় আওয়ামী লাগের মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করে তাকে ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকির অভিযোগ দিলেন সাংবাদিকদের।

পাথরঘাটা প্রেসক্লাবে বুধবার অনুষ্ঠিত সম্মেলনে নিজেকে তৃণমূল সমর্থিত প্রার্থী পরিচয় দিয়ে সাত দিন আগে এলাকায় পুলিশ মোতায়ের দাবি করেন। ওই ইউনিয়নে ২২মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলার রায়হানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী মো. মইনুল ইসলাম বৃহস্পতিবার বেলা ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট উপস্থিত হয়ে জানান, তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তৃণমূলের দুই দফা সর্বোচ্চ ভোটে প্রথম বারে ৬ ভোটের ৫ ভোট ও দ্বিতীয় দফায় ৫৮ ভোটের ৩১ ভোট পেয়ে মনোনিত হয়। তার সমর্থনে জেলা কমিটি কেন্দ্রে পত্র পাঠায়। কিন্তু শেষ অবধি তাকে অদৃশ্য হাতের ছোয়ায় অন্যয় ভাবে বঞ্চিত করা হয়। দলীয় নেতা কর্মীদের চাপে তাঁদের চোখের পানি বন্ধ করেতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান গ্রামে তিনি কোন পোষ্টার লাগাতে পারছেন না। কর্মী সমর্থকদের মার ধর করা হচ্ছে। কেউ ভোট না দিলেও প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করবে মর্মে প্রচার করা হচ্ছে ।

সংবাদ সম্মেলনে এলাকার জনগন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও রায়হানপুর ২নং ওয়র্ডের আ.লীগের সদস্য,মো. ফজলুর রহমান,ইউনিয়ন আ.লীগের ২৭ বছর সম্পাদকের দায়িত্বপালনকারি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,মৃুক্তযোদ্ধা ও ইউনিয়ন আ‘লীগের সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন ও মুক্তিযোদ্ধা এনামুল কবীর বক্তব্য রাখেন।

(আইএইচএস/এস/মার্চ০৯,২০১৬)