পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় তিন আসামিকে ১৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেবীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা: মারপিয়া খাতুন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আউয়ুব আলী আসামিদের ২০ দিন করে রিমান্ড আবেদন করেন।

এ সময় আদালত তিনজনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন , বিস্ফোরক মামলায় ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন।

এ সময় সরকার পক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান।


(ওএস/এস/ফেব্রুয়ারি২৩,২০১৬)