মাহমুদুর রহমানের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার : সকল মামলার জামিনের পর আবারো নতুন মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদর রহমানকে গ্রেফতার দেখানোর নিন্দা জানিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছে দলটি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হস্তক্ষেপ কামনা করেন।
রিজভী বলেন, ‘আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদর রহমানকে কারাগারে রাখার জন্য সরকার নতুন ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি করেছে। যার পরিপেক্ষিতে গত রবিবার উচ্চ আদালত মাহমুদুর রহমানকে মুক্তি দিলেও আজ সোমবার নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে, মাহমুদুর রহমানের মুক্তির জন্য আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।’
তিনি বলেন, ‘সব মামলায় জামিন পাওয়ার পরও সাজানো নতুন মামলায় ফের আটক রাখা হয়েছে মাহমুদুর রহমানকে। যা দেশের বিচারিক ইতিহাসে একটি ন্যাক্কারজনক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের নিম্ন আদালত নিজেদের কব্জায় নেওয়ার জন্য অনেক দিন ধরে ষড়যন্ত্র করছিল বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘আজ তাদের সেই ষড়যন্ত্র সফল হয়েছে। নিম্ন আদালতকে আজ তারা নিজেদের কব্জায় নিয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মৃত মানুষ ছাড়া কেউ সত্য কথা বলতে পারবে না। সত্য কথা বললে মাহমুদুর রহমানের মত অবস্থা হবে।’
‘বর্তমান সরকারের একটি নীতি আছে আর তা হলো বিএনপিকে দাবিয়ে রাখা ও ধ্বংস করার নীতি’ যোগ করেন রিজভী।
গত রবিবার প্রায় ৭০টি মামলায় জামিন লাভ করেন মাহমুদুর রহমান। এর পরিপেক্ষিতে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। রবিবার রাতে শাহবাগ থানার একটি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানোয় আপাতত মুক্তি পাচ্ছেন না মাহমুদুর রহমান।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাংগঠিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি এ সময় উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৬)