আজমিরীগঞ্জে এক ব্যক্তির আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামে বিষপানে রন্টু তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
রবিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রন্টুর মৃত্যু হয়। রন্টু জিলুয়া গ্রামের মৃত রাজমোহন তালুকদারের ছেলে।
নিহতের ভাই নিতেন্দ্র তালুকদার জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে রন্টু তালুকদার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বেলা ১২টায় তিনি মারা যান।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এস/জুন ০১, ২০১৪)