বইমেলায় তানিম ইশতিয়াকের ‘আমাকে আরোগ্য দেবে একটি হৃদয়’
নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তানিম ইশতিয়াকের প্রথম কাব্যগ্রন্থ আমাকে আরোগ্য দেবে একটি হৃদয়। আগাগোড়া বইটি একটি ত্রিভূজ প্রেমের কাব্য, অনুভূতির অন্যরকম উপপাদ্য। কবির নিজস্ব তত্ত্ব, বোধ ও সংস্কৃতির রেখায় অঙ্কিত এর অবয়ব।
গতানুগতিক প্রেমের বাইরে এতে উচ্চারিত হয়েছে মানবীয় ও ঐশ্বরিক দর্শন। ব্যাচেলর জীবনে কাঙ্ক্ষিত স্ত্রীর জন্য জমিয়ে রাখা ভালোবাসা মাটির ব্যাংক হয়ে অনুভূতিকে সংরক্ষণ করে। আবার মিলনের আকুলতায় বিয়ের স্পর্শবিন্দুতে গড়ে ওঠে পাললিক প্রেম।
হলদেটে পৃথিবীতে সবুজ বিপ্লবের আশায় কখনো কবি বিস্ফোরণ ঘটান পারমাণবিক প্রেমের। সূর্যমুখী প্রেমের সাধনায় খুঁজেছেন একটি বিশুদ্ধ হৃদয়। পাঠককে জানিয়েছেন চেনা জগতের অচেনা সৌন্দর্য।
নদীর ঢেউয়ের মতো সহজ ও কল্লোলিত রচনাশৈলীর এই কাব্যগ্রন্থে ৫০টি কবিতা স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স (স্টল নং ৪০৭-৮)। প্রচ্ছদ করেছেন আসলাম হোসেন। মূল্য ১৩০ টাকা।