কী আর করে নুলা মুসা !
প্রবীর সিকদার
মরণ ভয়ে কাঁপে মুসা
দুদক ডাকে তবু
ট্রাইব্যুনালও ডাকবে নাকি
প্রাণটা নিভু নিভু !
রাহাত খানের জুতা কীর্তন
দুদক শোনে না
অবজারভারের নাম বন্দনা
ট্রাইব্যুনাল মানে না !
কী আর করে নুলা মুসা
বিদেশ যাত্রাই ভালো
পুলিশ নাকি তৈরি আছে
চারদিকে ঘোর কালো !
(অ/জানুয়ারি ২৭, ২০১৬)