দিনাজপুর (পার্বতীপুর) প্রতিনিধি : পৌষের মাঝামাঝি সারাদেশের মত উত্তরাঞ্চলসহ দিনাজপুরের পার্বতীপুরেও জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। অনেক জায়গায় সূর্যের দেখা পাওয়াই দুস্কর, সেই সাথে আছে ঠান্ডা বাতাস।

প্রচন্ড কুয়াশার কারনে দিনের বেলাও বড় ছোট যানবাহন গুলো লাইট জালিয়ে গাড়ি চালাচ্ছে।শীতের কষ্টে ভুগছেন বয়স্ক, শিশু ও ভাসমান মানুষেরা। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই।

তাপমাত্রা প্রতিদিনই কমে চলছে উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার পার্বতীপুরেও পর্যন্ত উপজেলায় এ সপ্তাহে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০০ সে.সি. কনকনে শীতের সাথে ঝড়তে শীতের বিন্দু। তীব্র শীতের কারনে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, ব্যহত হচ্ছে সাভাবিক জীবন যাত্রা। গরম কাপড়ের অভাবে শীত কষ্ঠে ভুগছেন স্বল্প আয়ের মানুষ।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. হুমায়ন রশিদ সেলিম জানান শীতের প্রকোপ বাড়ার সাথে পার্বতীপুরে আমাশয়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ রোগীর চাপ বেড়ে যায়। ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া সহ শীত জনিত রোগে আক্রান্ত গড়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ ভর্তি হয়ে থাকে। এদের মধ্যে শিশুরাই বেশী।

(এএএম/এএস/জানুয়ারি ২৬, ২০১৬)